সম্বোধন করে যাই বলো না কেন তুমি
বোধের জমিতে বরাবর ফলাও ফসল অনুভবের।
লজ্জায় আনত চোখে যতই দেখো না মাটি
দৃষ্টি অতিক্রম করে চলে যায় সীমানা এই ভবের ।
গুচ্ছ চুলের আড়ালে ঢাকো সুন্দর মুখখানি
বিমূর্ত অনুভবে পেয়ে যাই তবু স্বপ্নের ডিঙ্গা বেয়ে
কবিতা থেকে ক্রোশ দূরে যতই থাকো তুমি
কিছুটা সময় কাটে নিশ্চয়ই কবিতারই পথ চেয়ে।
বড়ই বিষ্ময়কর ভাবে শব্দদের যাচাই করো
স্য্যাঁকড়ার নৈপুন্য নিয়েই শব্দের স্বচ্ছতা দেখো তুমি
শব্দের সিঁড়ি বেয়েই আকাশচারি হয় মন
আবার শব্দ বেয়েই পেয়ে যাও প্রিয় পরিচিত মন-ভূমি।
সংগোপনে শব্দরা আমার হেঁটে যায় জেনো
তোমার , এবং অতএব, আমারও সেই পরিচিত গলির ধারে
মাঝে মাঝে দেখা পাই কখনওবা
যদিও দর্শন তোমার চেয়ে যাই, চাই তুমি আসো বারে বারে।
সাগরের নোনা জলে পা ছোঁয়াও কিঞ্চিৎ
নেমে যাওনা কেন সেই উষ্ণ জলে, না হয় ভিজলে মনের সুখে
নিমজ্জিত সেই জলধিতেই জেনো
আনন্দ আছে অনাবিল , দূরে থাকলেও ভেবে দেখ আছো সমুখে।
পরাস্ত হবে ধোঁয়াশার আঁধার সময়রা সব
জাগবে যখন মোহনীয় মহিমায় সকালের সূর্য-কুমার একা একা
ঘুঁচবে তোমারও লজ্জা জড়ানো জড়তা সব
কবিতার পংক্তির মতোই কাছাকাছি গিয়ে হবে নিশ্চয়ই দেখা।
৬ই আগস্ট ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed