অন্তঃমিলের কবিতা

প্রতীক্ষার প্রহরের হয় অবসান -তোমার এবং আমার
জানালায় এসে হঠাৎ যখন উঁকি দাও বার বার
প্রত্যাশার প্রদীপটা অকষ্মাৎ জ্বলে ওঠে মনের অন্তঃপুরে
বাঁশিটুকু ভরে নিই তখন হৃদয় নিঙড়ানো সুরে সুরে ।

গলির পাশের সরু নর্দমাটা তখন মুহূর্তেই নদী হয়ে বয়ে যায়
ফেরিওয়ালার নিদ্রা ভাঙানো নৈমিত্তিক আওয়াজ হারায় নিস্তব্ধতায়
খুঁজে পাই কেবল সর্বত্রই তোমার সুবাসিত দেহের সুগন্ধি
তখনই হয়ে যায় জেনো , তোমাতে-আমাতে সংগোপনে এক সন্ধি।

অন্তঃমিলের কবিতা লিখিনা সে নিয়ে অভিমানে মুখ ফেরাও বার বার
অন্তরে যখন মিল থাকে গভীর , তখন অন্তঃমিলের কীই বা দরকার
বাহ এই তো অকষ্মাৎ হয়ে গেল আমার ছন্দ মিলিয়ে কবিতা লেখা
এ তো হতো না জানি , যদি না তুমি এসে জানালায় দিতে দেখা।

তোমার অভিযোগের ঝুড়িতে আছে জানি আরও অনেক অনেক কথা
শক্ত শব্দের গাঁথুনি পেরিয়ে দেখতে পাও না মুক্তো মনের স্বচ্ছতা
একটু যদি ডুব দিতে তুমি শব্দের অন্তরালে , ঐ গভীর জলধিতে
তা হলে নিশ্চিত হতো মন তোমার হারাতে না “যখন” কিংবা “যদি”তে।

এবার হয়ত বুঝেছো জানি এতো উপমার উৎস কোথায় খুঁজবে তুমি
আরশির সামনে দাঁড়াও না একটু, আকাশ সেখানে , সেখানেই ভূমি ।

৩রা আগস্ট ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *