নন্দিত বন্ধন

বিলক্ষণ আমার এই প্রিয় আঙিনায় এখন
অলক্ষী করেছে ভর এতটাই দুঢ়তার সাথে
নইলে বলো – কেন পুঁইয়ের লতা ছেয়ে যাবে
পোকার প্রাধান্যে সর্বত্র! কেন ভালোবাসা হবে
এমন রক্তাক্ত ,বিপথের বিদ্বেষে বিভ্রান্ত রীতিমতো
যে মাদকাসক্ত মানুষই আকন্ঠ পান করবে রক্ত মানুষেরই!

কেন তলোয়ারের মাথায় দেখি আমারই মুন্ডের প্রতিফলন
কেন গোঙানি শুনি নিজেরই ঘুমে, কন্ঠরোধের হুমকিতে।
চারিদিকে কাঁটা তারের আঘাতে দেখি বিস্ময়ে বিভাজিত বিশ্ব
বিক্ষত মানুষেরা রুদ্ধবাক , রৌরব নরকে রূপান্তরিত স্বর্গ তাদের
বেদনার বিসর্গ উচ্চারণেও শঙ্কিত থাকি সর্বক্ষণ আজকাল আমি
পাথর-চাপা কষ্ট নিয়ে হেসে যাই কলকল অনর্গল অন্তহীন সময়ে।

অথচ নেশাগ্রস্ত হতে আমার ও ইচ্ছে করে প্রায়শই আজকাল
রূমির মতো সেই রকম এক সুরা পানে বুঁদ হয়ে থাকা
যেখানে প্রেমের অবস্থান প্রান্তিক নয় , যান্ত্রিকও নয় আদৌ
আদিও অনন্ত এক ভালোবাসায় চোখ মুদে বিভোর হয়ে থাকা
ভোর না হয় নাই-ই বা আসুক, মেঘ-ভেজা চাঁদের আলোয়
আদিগন্ত ভরে যাক বিমূর্ত এক ভালোবাসার মূর্তমান পরশে।

তাইতো চাই দৈর্ঘে –প্রস্থে সেই স্বপ্নের নিরন্তর সুদূর সম্প্রসারণে
যেখানে নিমগ্ন থাকে চিত্ত আমার, চিরকালীন এক ঐশ্বরিক বন্ধনে

২৫শে জুলাই ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed

প্রবীন বাচিক শিল্পি সরকার কবীরুদ্দিনের কন্ঠে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *