মুঠো ফোনে নিমজ্জিত এই যে তোমার মন
সেতো বাহ্যত কেবল বিদ্যূতিন বিলাসী
স্বচ্ছ কাঁচের অন্তরালে থাকে লুকোনো যে অন্তর
তাকে আবিষ্কারের আনন্দে স্পর্শ করো
ফোনের বোতাম। তোমার বর্ণিল নখের ছোঁয়ায়
স্বপ্নরা করে যাওয়া আসা সেলুলয়েডের
ছবির মতো; কবির মতোও কখনও বা
উজ্জ্বল হয় আঙ্গুলের স্পর্শে ,কখনও লুকোনো হৃদয়ে।
এ রকম সংলাপ বিনিময়ে পাছে লজ্জায় রাঙানো গাল
দেখে ফেলে কোন দুষ্টু লোকের দূর-দৃষ্টি
তাই সযত্নে লুকিয়ে রাখো ঘন চুলের অন্তরালে
মেঘের আড়ালে যেমন মাঝে মাঝে লুকোয় পূর্ণিমার চাঁদও।
তাই বলে সমুদ্রের জোয়ারের সঙ্গে যে সংযোগ ওই চাঁদের
সেতো ছিন্ন হয় না কখনই নীলিমার দূরত্ব সত্বেও
বরঞ্চ জোয়ারকে করে জোরালো , উষ্ণ নিঃশ্বাসে পুনশ্চ
ভেজায় চাঁদকে সাগরেরই জলে কিংবা গর্ভবতী মেঘে।
ঐ মগ্নচৈতন্যে দেখি যখন এই শ্রাবণ সন্ধ্যায় আমি
গোপন সাক্ষী হয়ে থাকে আমারই অন্তর অস্তগামি।
২৪শে জুলাই ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed
চমৎকার! খুব ভালো লেগেছে কবিতাটি।