বালুকা-বেলা পেরিয়ে উষ্ণ-জলে মৃদু স্পর্শে
এই যে ঢেউ গুণে যাও অগুনতি হিসেবে
প্রতীক্ষা যে কোন প্রেমের নাও’য়ের
সেতো কেবল জানে মাঝে মাঝে মূহ্যমান
মন তোমার । কোন সে নাবিক ভেড়াবে
সপ্তডিঙ্গা , তোমার এই ফুলেল কুলে এসে
ফেনিল ঢেউয়ে আসবে কি সেই মধুর বারতা
যার জন্য সাঁঝের আলোয় উপকুলে উপবেশন তোমার ।
শব্দগুলো আমার যদি মিশে যেত তরঙ্গের তরল অঙ্গে
সে তো হতো কবিতা তখন ঐ চরণের মৃদু স্পর্শে
নূপুরের ধ্বণিতে বাজতো তখন প্রত্যাশিত এক ছন্দ
শুণ্য সমুদ্রের হাহাকার হঠাৎ রূপান্তরিত এক হাসিতে
উপকুলের উপঢৌকন হিসেবে উপহারে যখন পাও
সুপ্ত অনুভূতির মুক্ত মালা কবিতার শরীর জুড়ে
তখনও কি হয়না তোমার সেই ঢেউ গোনার অবসান
না কি গন্ডদেশে গড়িয়ে পড়ে দু ফোটা আনন্দাশ্রু।
কবিতার ঢেউয়েরা আছড়ে পড়ে তোমারই পরিচিত উপকুলে
নাই-বা হলো ফলের সমাগম , বাগান ভরুক ফুলে ফুলে ।
২৪শে জুলাই ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed