গজ-ফিতা নিয়ে মাপবো সময়
সেই সময় কোথায় আমার বলো
কাঠবেড়ালির মতোই কর্মিষ্ঠ দেহটাকে নিয়ে
অহরহ ছুটোছুটি এদিক ওদিক
ফলের প্রত্যাশায় ফুলের চারপাশে ঘুরি কখনও
কখনও প্রশান্ত ক্লান্তিতে ঘুমাই স্বপ্নের প্রতীক্ষায়।
মনে পড়ে কি তোমার এই তো সেদিনও
সময় থাকতো স্থবির হয়ে স্থগিত কর্মসূচী যেন।
আমি খরগোশের চাঞ্চল্য নিয়ে এগোতাম
স্বপ্ন ও সত্যের দেওয়াল ডিঙিয়ে দূর , বহুদূর
রাগ হতো ভারি ঐ পর্বত প্রমাণ পিওনের ওপর
কাঁসরের ঘন্টা বাজাতে যত আলস্য যার ।
এখনতো সূর্যোদয় সূর্যাস্ত একাকার হয়ে যায়
ম্যারাথান দৌড়ে মিনিটেরা হয়ে যায় ঘড়ির ঘন্টা
পরাস্ত সৈনিকের মতো সময়ের সামনে সমর্পিত আমি
অনন্তকালও সীমান্তরেখা টানে যত্রতত্র।
সমুদ্র সৈকতে দাঁড়ানো সত্বায় নীরবেই বুঝি আজকাল
স্রোতস্বিনী সময়ের সঙ্গে প্রাণের প্রতিযোগিতায় নিশ্চিত পরাজয়।
প্রত্যাশা কেবল এটুকুই কালের অন্তরালেও থেকে যায় মহাকাল জানি
অন্তহীন বসবাস সেখানেই হবে , তুমিও জানো আমিও মানি।
২০শে জুলাই ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed