কবিতার সংজ্ঞা

রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দ
নজরুল সুকান্তও
এবং শামসুর রাহমানরা আজকাল
অহরহ স্থান পান রঙিন শাড়ির আঁচলে
পাঞ্জাবির বুক পকেট থেকে বেরিয়ে
তাঁরা চলে আসেন , বাইরে ,
ফতুয়ার নক্সা হন নির্নিমেষেই ।
কবিতার এই বাহ্যিক অবস্থানে ,
অন্তরস্থ কবিতা কি ভাবে , কে জানে !
উপমা উৎপ্রেক্ষার আঁট –সাঁট বাঁধনে
বন্দিনী নয় এখন কবিতা
কিশোরিক ভাল লাগার মাধ্যম
কিংবা পাঠ্য-বইয়ের বিশ্লেষণও নয় কবিতা।
কবিতা নয় কোন উদ্ভট উদ্ধৃতি
অথবা অনূদিত সংস্কৃতি ।
কবিতা বৃক্ষের শেকড়ের মতো ঋজু
গোলাপের কুঁড়ির মতো সুন্দর
ফসলের বীজের মতো সম্ভাবনাময়
প্রেমের সমিকরণে কবিতা যেন এক নারী
পরিপূর্ণা ও বহমান ।
বাঁকে বাঁকে দাঁড়াই আমি ,
বিশ্বাসে , নিঃশ্বাসে পাই উষ্ণ আস্বাদ ।

Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *