কষ্টের কষে ভিজিয়ে রাখা বেদনারা তোমার
সুরের মলমে মরম স্পর্শ করে যায় বার বার
হেঁটে যায় হয়তবা প্রিয় পরিচিত অলিন্দে অহরহ
এবং পরাস্ত প্রজাপতি রঙিন দেওয়ালে এঁকে চলে
আনন্দ –বিষাদে মেশানো এক চালচিত্র অশ্রুর অক্ষরে
বিমূঢ় বিস্ময়ে নিষ্ক্রিয় শ্রোতারা কেবল দেখে নির্লিপ্ত মনে।
বোঝেনা অনেকেই মরমী সুরে ,মুড়ে রাখা দুঃখের কথকতা
ধ্রুপদী আঙ্গিকে সর্বাঙ্গে জড়ানো যার বিষন্ন এক কালো কাঁথা
কেন আসো না বেরিয়ে সযত্নে লুকোনো ব্যথার মোড়ক থেকে
সুরেইতো পেয়ে যাও জানি সমূহ সুখের নান্দনিক ঠিকানা ।
রবিঠাকুরের হাত ধরে , সেখানেই যাওয়া আসা প্রত্যহই তোমার
ভৈরবী সুরে সকালের আলোয় কাটুক না বিষন্নতার কুয়াশাটুকু।
ঠোঁটে ছড়ানো নিয়ন্ত্রিত হাসিকে করো মুক্ত কষ্টের কারাগার থেকে
উঠে এসো নন্দনের আনন্দে আজ, সুর-সাগরে নিমজ্জিত হৃদয় রেখে।
১৮ ই জুলাই ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed