আমার স্বপ্নটাকে ছেঁটে দিলো কোন সে বেদরদী দরজি
যে এখন বাস্তবতার বিস্ফোরণে আমি বিচলিত অহরহ
বেশ তো ছিলাম উপমা-উৎপ্রেক্ষার অলঙ্কারে ভূষিত
উৎকন্ঠার এই ভয়ঙ্করে কেন অযথা জাগালে আমায় ।
শিশির ভেজা দূর্বাঘাসে খালি পা’য়ে হাঁটার সেই আনন্দ
ছিনিয়ে নিলে কেন বলো যত্র তত্র জীবাণুর আতঙ্কে
আমিতো ফলাতে চেয়েছি আমারই মাঁচায় সবজির সমাহার
তবে কেন পোকা গিজগিজ করে , একদা নিকোনো উঠোনে আমার।
এই তো সেদিন বাগান জুড়ে ছিল জুঁইয়ের সুগন্ধ চতুর্দিক
এখন কেন তবে ফুলবিহীন ফণি-মনসা উঁকি মারে উঠোনে প্রতিদিন
গোমতি নদীর মতি-গতি বুঝে টেনেছি দাঁড় মনের আনন্দে বার বার
গোবি মরুভূমির রাশি রাশি বালি কে তবে এনে করে এমন রাশভারি
হারমোনিয়ামের হার না মানা রীড হৃদয়ে দিতো সুরের আবেশ
অসুরের অসি চালনায় সুর আহত; রক্তাক্ত রিড ও হৃদয় উভয়ই এখন
বাঁশির সুরে একদা অভ্যস্ত এ কান খাড়া থাকে এখন পুলিশি বাঁশির আতঙ্কে
ভয়ের ভেঁপুতে জেগে উঠি কেবল , খন্ডিত খাটের পাশে দুঃস্বপ্নের দূরারোগ্য ব্যাধিতে ।
মিস্তিরি মন ব্যতিব্যস্ত হয়ে ওঠে সেই স্বপ্ন নির্মাণের অবশ্যম্ভাবী এক শ্রমে
যেখানে প্রাণের প্রাঙ্গনে ফুটবে শতদল , হারাবো না কেউ কোন ভ্রমে
১৭ ই জুলাই ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed