বিষাদের বিস্বাদে আর ভুরু কুঁচকাবে না কোনদিন
যদি সেখানে মেশাও গূঢ় আনন্দের গুড়ো মশলা
জীবনের স্বাদ যাবে পাল্টে যদি গেলাসটাকে ভ’রে নাও
নান্দনিক সুধারসে। তোমার ঐ রঙিন পোশাকটার মতোই
রং ধণুর আলোয় আতশি কাঁচ জ্বলে উঠবে স্পৃহায়
নিস্পৃহতার মেঘ কেটে জন্মাবে এক ঝাঁক আলোর পাখি ।
তুমি ও নির্বিঘ্নেই হতে পারো তাদেরই সঙ্গী, ভেজাতে পারো
পেলব পাখা তোমার আলোর অন্তবিহীন বৃষ্টিতে
পুরোনো আঁচারের বোয়েম থেকে বেরিয়ে এসো না প্লিজ
আর কতকাল রোদে শুকোবে নিজেকে, কষ্টকে করবে এমনি করে
সযত্নে সংরক্ষণ ? অন্যদের দেবে স্বাদ, জীবনকে করে টক !
হেঁটে এসো না খানিকটা , প্রিয়-পরিচিত কুমার নদীর ধারে।
জোনাক পোকার আলোতে জেনো , অন্ধকারের অবশ্যম্ভাবি অবসান
ঝিঁঝিঁর সঙ্গীতেই না হয় সুর বেঁধো তুমি , হোক ভালোবাসার আদান-প্রদান।
১২ ই জুলাই ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed