ছন্দপতন

বড়ই দুষ্প্রাপ্য হয়েছে এখন ছন্দগুলো
দূর্দিনের এই বাজারে আজকাল
চড়া দামে বিক্রি হবে ছন্দ সে না হয় হোক বিক্রি
পৃথিবীর তাবৎ কবিকুল সারিবদ্ধ শৃঙ্খলায়
ঝোলাব্যাগ ভরে তুলবেন মহামূল্য সেই সব ছন্দে
তারপর শ্রমিক-হৃদয় সিমেন্টে খোদাই করবে কবিতা।

কিন্তু অবশিষ্ট এই যে সংখ্যাগরিষ্ঠ আমরা
যারা কবিতা লিখি না অহরহ বিরহ-মিলনে
যাদের কেটে যায় নুন-পান্তার সমীকরণ মেলাতে
তারা ছন্দ কোথায় পাবো জানিনে একেবারেই
ছন্দ পতনের এক পিন-পতন নীরবতায় বসবাস নিয়তই
চা-পাতার মতোই ছন্দ চাপাতির আঘাতে গুড়ো হয় হায়।

অথচ ছান্দসিক এক কবির হাতেই লেখা হয়
পৃথিবী নামের বিশাল এক বিচিত্র কবিতা
ছন্দ বন্ধনে যাঁর অনাবিল আনন্দ নিয়তই
শত সংকটের মাঝে কর্কটের ক্রান্তি অতিক্রমের প্রতিশ্রুতিও।
গ্রন্থের গ্রন্থিতে তাঁর চলে ছন্দের নিত্য নন্দন খেলা
এত সব সত্বেও এখনকার বাজারে দূর্লভ মিলন মেলা।

ফিনকি দিয়ে রক্ত পড়ে ফুলেল অনুভূতির কোমল শরীর বেয়ে
অস্ত যাওয়া সূর্যের মতোই পরাস্ত প্রত্যাশা, নৈরাশ্যের ঘামে উঠি নেয়ে।

১১ ই জুলাই ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *