দীর্ঘ কাল ধরে তোমারই সন্ধানে অরণি
অরিন্দম হেঁটেছে পঞ্জিকার পাতায় পাতায়
কখনও থেমেছে অকষ্মাৎ ভুল করেই যেন
কোন দিনপঞ্জির শান বাঁধানো ঘাটে।
দ্রুত ছুটে যাওয়া আবার ওই কুয়াশা-ভেজা উঠোনে
যেখানে নিমজ্জিত তুমি অন্তহীন অতীতের বোঝায়।
কী এক অবাক অজ্ঞতায় কাটছে দিনকাল তোমার
অতীত অন্তহীন নয় কখনই, নইলে আসতে কেমন করে
বর্তমানের এই নিকোনো উঠোনে অনায়াসেই আজ
তোমার সান্নিধ্যেই তো শব্দরা হয় কবিতা ক্রমশই
চুম্বনে ফোটে চিত্তের চামেলি চমক লাগায় আবারও
শানাইয়ের শব্দে ভাঙা আসরে আসে বাসরের অনুভবেরা।
আলিঙ্গনে তোমার প্রাণের প্রাঙ্গন প্রণোদিত হয় বার বার
মৃদু উষ্ণতায় উৎসাহ পায় , চিত্তের চকিত চাঞ্চল্য
শ্রাবণের ধারা নামে যখন অরনির ঐ বাঁকা অঙ্গের অঙ্গনে
অরিন্দমও ভিজে একাকার একাকীত্বের অবসানে।
কদম ফুলের বোঁটায় তখন বিন্দু বিন্দু জমে জল
যেন জমাট কয়েক ফোঁটা ঘাম চিক চিক করে ঐ চিবুকে।
সঙ্গমের সঙ্গীত বাজুক অরণিতে অরিন্দমে যুগলবন্দী হয়ে
মেঘনা- যমুনা মোহনার মুখে স্রোতস্বিনী এমনই যাক বয়ে।
৯ই জুলাই ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed