অনন্ত বাবুকে নিরন্তর জিজ্ঞাসা !

অনন্ত বাবুকে আপনারা চেনেন নিশ্চয়ই
অনেকেই হয়ত চেনেন ,কেউ কেউ চেনেন না
কেউ আবার চিনেও না চেনার ভান করেন
আবার কেউ চেনার চেষ্টায় জীবনটাই দান করেন।

বরাবরই মনে হয় অনন্ত বাবু বুঝি
আমার পাশের বাসায় বাস করেন
এক বন্ধু আমার সে বললো, “কই না তো
অনন্ত বাবুতো আমার বাসার পাশে থাকেন।

বিদেশ থেকে আসা আমার ফুফাতো বোন
কফি কাপে ফুঁ দিতে দিতে বললো
“ কী যে বলো তোমরা অনন্ত বাবুর সঙ্গেতো
রোজই আমার দেখা হয় স্টারবাক্স এর কফি শপে।”

আমার এক পরহেজগার চাচাতো ভাই
ততক্ষণাৎ চেঁচিয়ে বললো এটা হতেই পারে না
স্টারবাক্সে যাবেন অনন্ত বাবু !
ওঁকে তো দেখলাম মিরপুরের মাজার চত্বরে।

কুষ্টিয়ার এক বান্ধবী বললেন
অতশত জানিনে ভাই তোমাদের কথা
অনন্তবাবুকে দেখি লালনের আখড়ায়
দিব্যি একতারা হাতে গাইছেন গলা ছেড়ে গান।

চায়ের কাপে ঝড় উঠলো আবার
মহেন্দ্র মন্দিরে দেখেছে অনন্তবাবুকে
মমিন দেখেছে তাঁকে মসজিদে
গোমেজ দেখেছে গির্জায় ঠিক বেদিটার কাছাকাছি।

গোলক ধাঁধাঁয় পড়লো আমার ও মন
বন্ধুদের বর্ননায় অনন্তবাবুর এ অন্তহীন রূপ ।
আমি যে অনন্তবাবুকে চিনেছি তিনি কি ইনি নন
নাকি আমারই চেনায় আছে ভুল ?

এইতো সেদিন দুপুরের এক স্বপ্নে দেখলাম
পুকুর পারে অনন্তবাবুকে ওজু করতে
বুকে তাঁর পেঁচিয়ে আছে ক্রুশ চিহ্ন এবং রুদ্রাক্ষের মালা
মাথায় সাদা ধপধপে কিস্তি টুপি।

এক আশ্চর্য ক্যানভাস কোলাজে বাঁধাই করা
ছবি দেখলাম সেদিন অনন্ত বাবুর
কোনটা মূর্তমান , কোনটা বিমূর্ত, আকাশে লীন
বন্ধুরা বোধ হয় ঠিকই বলেছিল সেদিন।

তিনি বিহঙ্গের মতো ঘুরে বেড়ান , উড়ে বেড়ান
সর্বত্রই । কখনও তরঙ্গ তোলেন সাগরে
কখনও বা সঙ্গীতের সারগম ‘এর পেছনে থাকেন নীরব
আমরা কেবল তাঁকে নিয়েই সর্বত্রই সরব।

মালিকানা তাঁর ইদানিং দাবি করেন কেউ কেউ
এতটাই যে তাঁর ঘাড়ে রেখে চালান বন্দুক বন্দিদের উপর
গণিতের নিয়মে গণকের মতোই সুত্রে গাঁথা কথা
অনন্ত বাবুর অন্তহীন অস্তিত্বকে নিরন্তর আবদ্ধ করে রাখা।

অনন্ত বাবু হাসেন অনবরতই শুধু
হাস্যমুখে এসেছিলেন সেদিন স্বপ্নলোকের আলোকেও
স্বর্গ পাবার লোভে যারা থেকে যায় বোকার স্বর্গে
কৌতুক করে বলেন, “থাকুক না তারা ঐ অন্য অনুসর্গেই” ।

মাঝে মাঝে বিচলিত বিক্ষুব্ধ অনন্ত বাবু
বিপন্ন সৃষ্টির এই পরিণতি দেখে বলেন ,
“বিপথে যাওয়ার সংজ্ঞা গেছে বদলে
সুপথে আনার নামে চলছে নিধনযজ্ঞ সর্বত্রই এখন। ”

অনন্তবাবু বয়ে যান নিষ্পাপ মানুষের রক্ত বন্যায়
আর কতদিন অনন্তবাবু , সইবেন এই ঘোর অন্যায় !

৩ রা জুলাই ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *