ভালো লাগা, না লাগার কথকতা

ভালো না লাগার বিষন্ন বৃত্তে বদ্ধ সে কি তুমিই !
যে কী না ভালো লাগার মুগ্ধতায় মিষ্টি পাগলামি
করেছে সারা দিন , এইতো মাত্র সেদিন অবধি ।
যার চিত্তের চাঞ্চল্য ছিল অমনি বাঁশির প্রতীক্ষার
যার সুরে তুমি দাঁড়াতে ঘুরে, ছন্দে বাজতো ঘুঙুর তোমার
নিয়তির নৃত্য কি এতটাই নিষ্ঠুর হলো শেষ পর্যন্ত
যে শেষ দৃশ্যের বহু আগেই হলো যবনিকাপাত
মিলন প্রত্যাশি মন অকষ্মাৎ বিরোহের সমুদ্রে দিলো ঝাঁপ।

ভালো লাগা, না লাগার এই বিপ্রতীপ জ্যামিতি
বোঝেনা অঙ্ক না জানা অবুঝ মন আমার
কেবল বোঝে এটুকুই, সুরেতে বাঁশিতে বিচ্ছেদ হলো
এ কেমনতরো পরিহাস, ইতিহাস যার জানা নেই কারও।
সুর ভাঙ্গে না কখনই , সুরায় বুঁদ হওয়া নেশায়ও
তাইতো বলি ভাজো না কেন নতুন করে সুর
বীণায় তোমার না হয় দিলাম কয়েক গুচ্ছ বাণী
প্রসঙ্গ কিছু নাই বা হলো, সঙ্গ দিয়ে সম্পন্ন হোক সঙ্গীত।

এবার তবে ভাল না লাগাকে ভালো লাগায় করো রূপান্তর
রূপে না হয় নাই-ই ভোলালে, ভোলাও দিয়ে অনন্ত অন্তর।

৩০ শে জুন ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *