অন্যরকম ভালোবাসা




পঞ্জিকার দেয়াল ভেঙ্গে বেরিয়ে আসুক

সকল অনুভবেরা ভালোবেসে

সন্ত ভ্যালেন্টাইনের মতই শহীদ হই সকলেই

নিজেদের পবিত্র বেদির পাদদেশে

উঠোনের  পুঁই-লতা কিংবা পরিচিত বটবৃক্ষ

সকলেই মিলে মিশে হোক একাকার।

আমি যে কে জানিনে আজও

কেবল জানি, তুমি, তুমিই শুধু আমার।


এখনতো নয় সময় হ্রদের ধারে বসে

খোঁপায় ফুল গোঁজার

এখনতো নয় সময় বান্ধবীদের মাঝে

নিজের প্রেয়সী খোঁজার।

গোলাপী ঠোঁটে চুম্বন দেয়ার সেই

মোহন মূহুর্ত মূহুর্তেই শেষ।

এখনতো প্রসারিত প্রেমে

প্রত্যহই খুঁজি হারানো স্বদেশ।


আজ তাই স্বদেশই আমার

আমার পরম প্রেয়সী

তাকে খুঁজে পেতে  চাই আমি

সেই  যে আমার শ্রেয়সী।

গহীন আঁধারে খুঁজে বেড়াই তাকে

ভাঙা ইটের ফাঁকে ফাঁকে

অথবা পেতে চাই প্রত্যহই আমি

ওই পদ্মা-মেঘনা যুমনার বাঁকে বাঁকে।


বাংলাদেশ আমার, আমারই ভালোবাসা

বিরোহ-বেদনা কখনও, কখনও প্রেম-প্রত্যাশা।

১৩ই ফেব্রুয়ারি ২০২৫, ম্যারিল্যান্ড

Copyright@ anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *