সর্বত্রই চাই স্বরস্বতী

নদী ও নারীর সঙ্গত এক সম্মিলনে

কিংবা বেদ ও বিদ্যার বিষ্ময়কর সমীকরণে

তোমার‌  আশ্চর্য আবির্ভাব কতশত বছর আগে

হিসেবতো তার জানা নেই পঞ্জিকা প্রেমিকদেরও

কেবল জানি বৈদিক সময়ের সোপান বেয়ে

আলোর মশাল নিয়ে নেমে এসেছিলে তুমি ।

উচ্ছলতায় ঠিক নদী ও নারীর মতই

সাথে এনেছিলে বেদের মর্মকথা, বিদ্যা।

খুঁজি আজও তোমায় তাই, জানিনা আছো কীনা !

তোমারই কোমল আঙুলে বেজেছিল বীণা

বেদনায় বিমর্ষ হই প্রায়শই আজকাল

দেখি যখন সুর হারায় অসুরের অযথা দাপটে

প্রজ্ঞা বিনষ্ট হয় অহেতুক অবজ্ঞায়

বিদ্যা নিয়ে বিতর্ক ও বিভ্রাট সর্বত্রই দেখি আজকাল।

বার বার ফিরে আসি তোমারই কাছে বীণাপাণি

সরস্বতীকে নিয়ে সাংবাত্সরিক এই আয়োজনে।

যখন দেখি সংস্কৃতির আঙিনায় উড়ছে ধূসর ধুলো

গন্ড মূর্খরা সব লালন ও রবি ঠাকুরকে করছে অপমান

তখন শরণাপন্ন হই সরস্বতীর সাংস্কৃতিক সত্ত্বার।

বিষ্ময়কর প্রশান্তিতে ভ’রে যায় সন্ধানী চিত্ত আমার।

তাই আমি চাই তুমি বন্দি থেকো না পঞ্জিকার পাতায়

নেমে এসো প্রত্যহই প্রত্যেকের জীবন খাতায়।

২রা ফেব্রুয়ারি ২০২৫, ম্যারিল্যান্ড

Copyright@ anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *