তূষারপাত, এবং অতঃপর  



তুষারপাতের এই শুভ্রতায়

বিভ্রান্ত হয়ে যাই বার বার

খুঁজি কেবল অন্তরালের অন্ধকারটা।

আমার এ বাহ্যিক বোকামি দেখে

হাসেন বিদগ্ধ জনেরা কেবল

বলেন, তূষারের শুভ্রতাতো প্রবাদতূল্য

সেখানে আঁধারের খোঁজ কেন !

সকলেই তো আপ্লুত এমন আলো দেখে।  

তুমি কেন এমন উদ্ভটের সন্ধানে মগ্ন।

কি বলবো তাদের বুঝে না পাই

দুঃস্বপ্নতো এক ধরণের স্বপ্নই বটে

দেখি নিদ্রায় কখনও, কখনও বিনিদ্র রজনীতে ।

গ্রীষ্মকালেও দেখি বিস্ময়কর এক তূষারপাত

ধানমন্ডির বত্রিশে এলো আগস্টের হিমেল মূহুর্ত

বঙ্গবন্ধুর ভাস্কর্য হলো টুকরো বরফে ঢাকা।

তেমন তূষারের শুভ্র চেহারা, সেতো বাহ্যিক কেবল

অন্তরালে সেখানে ছিল অনন্ত এক অন্ধকার ।

তবে তুষার যেমন গলবে আবার

ফলবে ফসল সকল ক্ষেতে

অনুভবের আঙিনাতে আসবে জানি উষ্ণতা

ঘরে ঘরে শুনবো আবার মুক্তিযুদ্ধের কথকতা।  

৬ই জানুয়ারি ২০২৫, ম্যারিল্যান্ড

Copyright@ anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *