বৃষ্টি চাই, বৃষ্টি চাই
সবার স্বচ্ছ দৃষ্টি চাই
বৃষ্টি চাই
মুছুক সকল আবর্জনা
জাগুক স্বদেশ বন্দনা
তাইতো আজ বৃষ্টি চাই
বৃষ্টি চাই।
আজ যতটা মেঘলা আকাশ
কাল ততোটাই বইবে বাতাস
ঝড়ের বেগেই লুপ্ত হবে
সুপ্ত যত ষড়যন্ত্র
তাইতো আজ বৃষ্টি চাই
বৃষ্টি চাই।
জাগবে জানি বাংলাদেশ
জাগবে সকল প্রাণের আবেশ
পতাকার ওই সূর্যটা
জাগাবে জয়ের তূর্যটা
তাইতো আজ বৃষ্টি চাই
বৃষ্টি চাই।
সবার স্বচ্ছ দৃষ্টি চাই
বৃষ্টি চাই।
ম্যারিলান্ড, ৯ই ডিসেম্বর, ২০২৪
Copyright@ anis ahmed