আহা! কতিপয় নতুন নিপুণ দর্জিরা আজ
নিত্যই কাটছে স্বাদেশিক শেকড়গুলো ।
আড়ালে আবডালে চলছে দেখো
আলখাল্লা বানানোর উত্সব আয়োজন।
সেই পুরোনো শকুন, যেমনটি বলেছিলেন কবি একদা
খামচে ধরেছে জাতীয় পতাকা।
এই নিপুণ দর্জিরা বলছে এখন-
বায়ান্ন সেতো কবেকার কথা
কতিপয় তরুণের রক্তদান সে আর এমন কী!
ছেষট্টির ৬-দফা,
তারও তো হয়ে গেছে দফা-রফা
ঊনসত্তরের গণ-আন্দোলন,
উনুনে হয়ে গেছে একেবারে ছাই-ভষ্ম।
একাত্তরের মুক্তিযুদ্ধ
তখন ছিল দেশ ক্ষণিকের জন্য ক্রদ্ধ
ডিসেম্বরের এই ঊষালগ্নে
বিস্ময়ে বিমূঢ় হয়ে শুনি
একাত্তর তো এখন প্রায় বার্ধক্যের দ্বারে
বলছে যারা নির্লজ্জের মতো
তারাও তো জানে না
একাত্তর হয়নি বৃ্দ্ধ কখনও, হবে না এখনও ।
ডিসেম্বরের হিমেল হাওয়ায়, হয়নি বাঙালি ত্রস্ত
পারবে না কেউ ইতিহাসকে করতে কভু অবিন্যস্ত।
ম্যারিলান্ড, ১লা ডিসেম্বর, ২০২৪
Copyright@ anis ahmed