পাতা ঝরার এই মৌসুমইতো নয় পঞ্জিকার খাতায় একাকী
যে মাড়িয়ে যাওয়ার ধ্বণিতে হবে বোকারা সব বিহ্বল
এ কি নান্দনিক আনন্দ কেবলই
নাকি নিন্দনীয় ভাবে পাশবিকও বটে
যে বৃক্ষকে উলঙ্গ দেখে উন্মাদনায় অস্থির যারা
রোদেলা দুপুরে ছায়া দেবে কে, জানে না কি তারা !
বিবর্তনের ইতিহাস এমনই জানে সকলেই
কোন পরিবর্তনই স্থায়ী নয় সেখানে
সবুজ পাতায় ছেয়ে যাবে আবার, মধ্যবয়সী বৃক্ষটি
তারই তলে আশ্রয় নেবে আজ যারা পত্রহীনতায় পুলকিত।
কোন হিমেল মূহুর্তই থাকে না চিরকাল
বলেছেন কবি, বলে পঞ্জিকার পাতা সর্বকাল।
যে চারাগাছটি বপন করেছিল একদা একাধিক মানুষ
অর্ধ শতক ধরে তারই বিকাশে ছিলাম মগ্ন আমিও
তাই পত্রশূণ্য বৃক্ষ দেখে বিভ্রান্ত নই আমি এখনো
জানি পত্রে-পুষ্পে ছেয়ে যাবে বৃক্ষ আজ নয়তো, কখনও।
ম্যারিলান্ড, ২৪শে অক্টোবর, ২০২৪
Copyright@ anis ahmed