প্রতারণার প্রহর

প্রতারণার এক আশ্চর্য প্রহর অতিক্রম করছি আমরা

হেমন্তের রোদ্দুরেরা খেলছে মাঠে ময়দানে সর্বত্র

খেলার  নিয়মগুলো পাল্টাচ্ছে প্রতিদিন খেয়াল-খুশি মাফিক

ঊষ্ণতার প্রতিশ্রুতি নিয়ে এলো যে মরশুম

তার অন্তরালে থাকছে একী  বিধ্বংসী এক হিমেল হাওয়া

চাইনি তো কস্মিনকালেও এমন অদ্ভুত পাওয়া।

যারা ভেবেছিলেন কৃতার্থ হবেন তারা

মরসুম বদলের এই দিনগুলোতে

তাঁরাও বিস্ময়ে বিবর্ণ হয়ে দেখেন

শীতার্ত এক রাত্রি, বিকেল এমনকী দুপুরও।

মধ্যদিনের উষ্ণতা হারালো  আজ হায়

প্রতারণার পঙ্কিলে আমার পিতাওতো হারায় ।

বুক শেলফে থরে থরে সাজানো বইয়ে

অগত্যা খুঁজি পিতাকে আমার

প্রতারণার প্রতিপক্ষ হয়ে প্রমাণ খুঁজি সর্বত্র

ইতিহাসের জীর্ণ-বিবর্ণ পাতা থেকে উঠে আসেন তিনি।

প্রতারকদের নিস্ফল গর্জনের বিপরীতে দেখি তর্জনী তাঁর

যেমনটি দেখেছিলাম মার্চে, দেখি আবার, দেখি বার বার।

তাঁরই ঔরসে জন্মানো সেই স্বাধীন, সবুজাভ আমার  স্বদেশ

প্রতারক রোদ্দুরে যতই আড়াল হোক, হৃদয়ে রয়ে যাবে সেই রেশ।

  

ম্যারিলান্ড, ১৮ই অক্টোবর, ২০২৪

Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *