আনন্দময়ীর আগমনে শাঁখের শব্দ
ম্লান হয়ে যায় আজকাল সাইরেনের অপ্রত্যাশিত আওয়াজে অকস্মাত্
করোনার মতো সংক্রমিত হয় সাম্প্রদায়িকতার জীবাণু সর্বত্রই
স্পর্শ নয়, স্পর্শকাতর হয় কথাগুলো সব
রাজনীতির দাবাখেলায় দাবানলের মতো জ্বলে ওঠে পূজোর মন্ডপ
সংখ্যার পরিমাপে লঘিষ্ঠ যাঁরা, বিনষ্ট হয় তাঁদের একনিষ্ঠ যত যপ।
দূর্গতিনাশিনী যিনি, সুরের আমেজে পরাস্ত করেন নিত্যই তিনি
অসূরের অযৌক্তিক আস্ফালন, কালে-অকালে এবং সমকালেও।
বাঙালির অভিন্ন সত্ত্বা খর্ব করতে খড়গ-হস্ত আজও যারা
দৈত্যের মতই শৈত্যপ্রবাহে শারদ প্রভাতকে শুষ্ক করে তারা
জানি আনন্দময়ীর সুক্ষ শক্তিতে রুক্ষ সময় কেটে যাবে আবার
অসূরের অধঃপতনে শান্তির নিশ্চিত সুর বাজবে সর্বত্র বার বার।
সত্যের বিজয়ে পাই খুঁজে তাই বিজয়ার এই বলিষ্ঠ আনন্দ
বিসর্জনের বেদনায় তাই থাকে আগমনীর নির্ভেজাল ছন্দ।
ম্যারিলান্ড, ৭ ই অক্টোবর, ২০২৪
Copyright@ anis ahmed
চিত্রঋণ: সোনিয়া আগারওয়াল