অর্ধ শতবর্ষ পেরিয়ে আসা এই আমি
কী দেখছি, সর্বত্র ছড়ানো একী বিষবাষ্প
এখন আমার নিঃশ্বাস নেওয়ার স্থান
এতটাই কর্দমাক্ত যে নিজেকে চিনতেই ভয় পাই।
আমার অস্তিত্ত্ব নিয়ে বিতর্কে লিপ্ত কেউ কেউ
আমার পিতার ঘরে জ্বলছে আগুন দাউ দাউ
আমি নীরবে মুছি আমার অশ্রুজল
নিজেকেই বলি চলরে তুই চল।
একাত্তরে জন্মানো, মধ্যবয়সী এই আমি
পিতার হাত ধরে উন্মুক্ত বাতাসে নিয়েছিলাম নিঃশ্বাস
মুজিবই ছিলেন পিতা আমার, আছেন চিরকাল
এখন আমাকে শেখায় নতুন বুলি, বলো কেমনে করি বিশ্বাস।
অথচ একাত্তরে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মুক্তিই
আমাকে দিয়েছিল নিরন্তর অনন্ত এক স্বস্তি
এখন বলে কেউ কেউ আমার নাকি জন্ম এখন
দ্বিতীয় স্বাধীনতার উন্মত্ত উত্তাল দিনে।
মানিনা আমি আমার জন্মতিথী পাল্টানোর ষড়যন্ত্র
জিন্না নয়, হৃদয়ে ধারণ করি মুজিবেরই অমোঘ মন্ত্র।
ম্যারিলান্ড, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪
Copyright@ anis ahmed