বিষন্ন বিস্ময়

আমার চেনা জগতটাকে বড্ড অচেনা মনে হয়

বুঝিনে আমি এ কার পরাজয় কারই বা বিজয় ।

অবয়ব পত্রে পড়ি কেবল অদ্ভূত সব উক্তি

তাতে থাকে না অনুভব, না থাকে কোন যুক্তি।

রাজনীতির কূট কৌশলে দেখি বঙ্গবন্ধুর অস্বীকৃতি

শুনি এই নাকি প্রকৃত বিপ্লবের সাধারণ রীতি!

এ নিয়েই দেখি সর্বত্র বিস্ময়কর বিভাজন

বুঝিনে কে বা দূরের, কে বা আপন জন।

|

জাতি চলছে গড্ডালিকা প্রবাহে যেন

জানতে চাওয়াও অপরাধ, কি হচ্ছে কিংবা কেন।

কেউ কেউ তৃপ্তির ঢেকুর গিলছে অহরহ

কেউ বোঝেনা ইতিহাস থেকে বিচ্ছিন্ন এ বিরহ।

বিভাজন নয় আজ, একাত্ম হই সকলে স্বাজাত্যবোধে

অসাম্প্রাদায়িক বাঙালিকে যেন আর কেউ না কখনও রোধে।

ম্যারিলান্ড, ২৫শে আগস্ট , ২০২৪

Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *