আমার আমি

আমি তো নই বহুবছর মূর্তমান

মূর্তিতেও ছিলাম না বিদ্যমান

তবুও যখন ভাঙলো  সেই সব মূর্তি

ঘাতকের মনে কী নির্মম ফুর্তি!

জনগণ পেল বড় রকমের  কষ্ট

আমিতো জানি চতুর্দিকে সব নষ্ট।

বিমূর্ত এই আমি নীরবে হাসি শুধু

সুজলা সুফলা দেশ হয়ে যায় মরুভূমি ধূ ধু।

খামছে ধরেছে আজ মরুভূমির যে শুষ্ক সংস্কৃতি

তাতে কি নিষিদ্ধ হবে গান-বাজনা কিংবা আবৃতি

আমার ওই ঐতিহাসিক নিজস্ব আবাস

কিংবা সিঁড়িতে পড়ে থাকা আমারই লাশ

কালো যাদুতে কি হারাবে এ জাদুঘর !

জাগবে না কি তোমাদের মনের যাদুকর।

তবু উদ্বেগে, উৎকণ্ঠায়

নই আমি একটুকুও নিরাশ

বার বার ফিরে আসবো আমি

হবো একাত্তরের নিঃশ্বাস।

ম্যারিলান্ড, ৯ ই আগস্ট , ২০২৪

Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *