প্রশ্ন, কেবলই প্রশ্ন

চেতনার চত্ত্বর জুড়ে রোদেলা দুপুর

প্রশ্নবাণে হয়ে যায় খন্ড-বিখন্ড

সমুজ্জ্বল যতটাই থাকুক না কেন

ঘনিয়ে আসা অন্ধকারের অবস্থান

শংকার ডংকা বাজিয়ে চলে অহর্নিশ

নিরুত্তর অসহায় সত্যে থেকে যাই অন্ধকারেই।

কেন বিশ্ব-মাতা এতটা মারমুখি

স্নেহের বাঁধন কাটলো যারা

তারাই বা কেন সর্বত্রই স্বর্গ সন্ধানী।

পক্ষ-বিপক্ষের বিভাজনই বা কেন আজ

কেন সকলেই হয়ে যায় না সকলের সহপক্ষ  

কেন আমার চেতনায় ফুটবে না গোলাপেরা আর!

ব্যক্তিকে কেনই বা নৈর্ব্যক্তিক হতে হবে বার বার

আপন সত্ত্বাকে কেন ভাসিয়ে দেবে মন্তব্যহীন গন্তব্যে

কেন অনুভবেরা সব অনুমানের  মানদন্ডে দেবে প্রাণ

কেন চিত্তের এই রোদেলা চত্ত্বর থেকে যাবে অনাবাদী !  

আমার আমিকে কেন দিতে হবে বিসর্জন অহর্নিশ

কেন মধু ভেবে ভেবে খেতে হবে অসত্যের বিষ !

বিস্মিত প্রশ্নরা করে ভিড় চিলতে উঠোনে আমার

ঘূণিঝড়ের মতই ঘূর্ণিপাকে ঘুরতে থাকি বার বার।

ম্যারিলান্ড, ২৮ শে জুন, ২০২৪

Copyright@ anis ahmed

Photo : Jon Tyson

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *