অতীতকে নিয়ে উল্লসিত যারা
আমি আজ তাদের দলের নই কেউ
নিকট অতীতের অনেকটাই ছিল আমার
ধুলোয় ধূসরিত কিংবা একেবারেই অন্ধকার।
গতকালও ছিল কালরাত্রির অভিশপ্ত দিনকাল আমার
দেখেছি তখন অস্পষ্ট আলো, কিংবা একেবারেই অন্ধকার।
আজ ভিন্ন এক আলোয় প্রস্ফুাটিত পুষ্পরা সব
দেখি মৌমাছিদের অহরহ আনাগোনা
দেখি পিঁপড়ের সারিবদ্ধ কুচকাওয়াজ সকাল-বিকাল
দেখি সবই আজ, দেখিনি যা পরশু কিংবা কাল।
চোখের দৃষ্টির সাথে, মনের দৃষ্টিও প্রখর হলো আজ
দেখি অন্তরালের তোমাকে আবারও,সরিয়ে সকল সাজ।
বহুকাল আগে দেখেছিলাম যেমন ব্ল্যাকবোর্ডের অক্ষর
মুক্তিযুদ্ধে যেমন আগামির আঁকা অজস্র সব ছবি
দেখেছিলাম যেমন রমনার মঞ্চে বঙ্গবন্ধুর তর্জনী
আজও তেমনি দেখি সব ঝলমলে উজ্জ্বল
বিষন্নতার ধূসর ধোঁয়ায় জানি হারায় না ক’ কিছু
প্রসন্নতার প্রাপ্তিতে তাই হাঁটি পিছু পিছু ।
কে বলে হায়, “দৃষ্টিতে আজ হয় না সৃষ্টি
আগের মতো গোলাপ ফুল”।
আমি তো দেখি গোলাপ-গাঁদা, জুঁই ও পুইলতা
পাইনে কোথাও বিন্দুমাত্র ভুল।
ম্যারিলান্ড, ২৭ শে জুন, ২০২৪
Copyright@ anis ahmed
Photo: Robert Katzki