আজ নাকি জোছনার জলে
বনেরা করবে স্নান
আজ নাকি নিমজ্জিত হবে
আমার ফুল বাগান।
আজ নাকি চাঁদ থাকবে
চাঁদেরই অবয়বে
ফটো শপের কারুকার্যে
আর আসবে না অন্যকোন বৈভবে ।
তবু যাপিত অমাবস্যায় অভ্যস্ত
এই মন সংশয়ী হয় বার বার
প্রিয় পরিচিত চাঁদে , বাসা বাঁধে
যদি ঘাতক কোন আর বার ।
যদি বেড়ে ওঠা মেঘের পাহাড়
বাঁধে বাঁধ আলোর বন্যায়
যদি হলুদ সাংবাদিকতায়
হারিয়ে যায় ন্যায়-অন্যায় ।
সেই শঙ্কার ব্যাধিতে হয়
সঙ্কুচিত দিনক্ষণ
জোছনার পূর্বাভাসেও
বিচলিত এই মন।
২৪শে জৃন,২০২৪।ম্যারিল্যান্ড।