একেতে একাকার

আনন্দের উৎস খুঁজি তোমার নিকোনো উঠোনের এক কোণে

যেখানে নীলাভ আকাশ ধারণ করে রাখো সংগোপনে

সেদিকেই উড়ান আমার অসংখ্যবার , প্রত্যাশিত এক মুক্তির সন্ধানে

ঘনিয়ে আসা ঘন সন্ধ্যার প্রান্তে খুঁজে বেড়াই তোমাকেই কেবল গানে গানে ।

লালনও তেমনি অনুরাগে , বিবাগি মনে তোমাকেই করেছে উদয়াস্ত লালন

বুঝেছিলো বাউল মন তার প্রেমেই প্রকৃত প্রাপ্তি কেবল, শঠতা শুধু কর্তব্য পালন।

দোতারার তারে তারে বেঁধেছে বার বার একতারারই এক নিরবচ্ছিন্ন সুর

কাছে চলে আসো তুমি অদৃশ্য স্রোতে , দৃশ্যত যদিও জানি থেকে যাও বহুদূর।

সরল অংকের জটিল জটাজালে জড়িয়ে থাকি যতই আমি প্রত্যেহ

গণিতের গণনা হৃদয়গামি জানি , বাহ্যত যদিও সর্বস্বই সকল দেহ

অনুপাতের ধারাপাতে কোথায় যেন পেয়ে যাই মিলের সমীকরণ

তাই বুঝি জলেতে ডাঙ্গায় পাইনা পার্থক্য , একাকার থাকে জীবন-মরণ।

সঙ্গীতে সঙ্গত করা তবলার বোলের সাজুয্যে শুনি তোমার অস্তিত্বের কথা

সুর হয়ে বাজো তুমি হৃদয় তন্ত্রীতে , সুক্ষ সুখে একাকার তখন আনন্দ ব্যথা।

Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *