বিমূর্ততার বিভ্রান্তি

অস্ফুট উচ্চারণে তাঁর গভীরতা এতটাই
যে ছিপে যায় না মাপা, ডুব সাঁতারেও মেলে না তল
হতো যদি স্পষ্ট কোন চিৎকার
তা হলে ব্যাপ্তি এর মেপে নিতাম মাইলে কিলোমিটারে।
কিংবা লাল গোলাপ ধরাতেন যদি হাতে
তবে তার সুবাস পানেই পেয়ে যেতাম প্রেমের পূর্ণ আস্বাদ ।

এমনতো কিছুই বলেননি আমায়
কন্ঠের কোন কলরব নয়, কেবল স্বগতোক্তি সাজিয়েছেন নিজের মতো
অন্তর্গত ঊষ্ণতায় গলেছে শব্দপুঞ্জ তাঁর
বোকার স্বর্গ থেকে বিলম্বিত পদে আমি খুঁজি আস্ত শব্দগুলো কেবল
ততক্ষণে মূর্তমান মূর্তি বিমূর্ততায় রপান্তরিত
রূপের সন্ধানে ব্যাপৃত এ মন , অরূপ অনুধাবনে ব্যর্থ বার বার।

এমনই ব্যর্থতার বোঝা বহন করে চলে
শ্রমিক পিঠ আমার যে তাকে যত্র তত্র ঝেড়ে ফেলবো সে স্বাধীনতা কোথায়
মূর্তমান রূপেরই রূপালি শেকলে বাঁধা প্রাণ
পারে না দেখতে রূপান্তরিত সত্যের বিচ্ছিন্ন কোন ভিন্ন অবয়ব ।
পুরু কাঁচের চশমায় জমাট বাঁধা কুয়াশা
আঁধারে করেছে ব্যাপৃত এতোই যে ব্যর্থ হয় সেখানে আতশী কাঁচেরা্ও।

আদিম আপেলের স্বাদে আদমের মতোই জাবরকাটি দিবানিশি বিভোর আমি
উচ্চকন্ঠ তবু নন তিনি ,নীরব নিস্তরঙ্গে মুচকি হাসেন অনন্ত এক অন্তর্যামী।

২০শে জুন ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *