বসন্তের বৈভবে বিহ্বল বিশ্বের একাংশ
চেরির চত্ত্বর এখন লোকে লোকারণ্য
পটোম্যাক-তীরে প্রকৃতি প্রেমিকদের পদচিহ্ন
অথচ কোথাও যেন কারও মনে বিশাল এক অরণ্য।
ইংরেজ কবির সেই যে আশ্বাস একদা
শীত এলে বসন্ত কী বহু দূর!
সেই আশ্বাসে আজকাল বিশ্বাস নেই মোটেই
সুরের ব্যঞ্জনা নয়,গঞ্জনায় সবই অসুর।
আমার বসন্ত বোধ হয় বিষন্ন কোন বিকেল
প্রসন্ন মনে তাই, চাই না তার দিকে
রঙের বৈচিত্রে চলে হোলি খেলার আনন্দ
আমার অলিন্দে দেখি সব রঙই যেন ফিকে।
বসন্ত নাকি শীত কোনটাই ঠিক বুঝি না আজকাল
অন্তরের কষ্টরা সব আটকে রাখে অন্তরেরই অন্তর্জাল।
১লা এপ্রিল ২০২৪। ম্যারিল্যান্ড।
Copyright@Anis Ahmed