সরস্বতীতে নিমগ্ন এক একুশ

অক্ষরেরা যে দিন, আমার নিরক্ষর মস্তিষ্কে

আনলো আলোর অনন্য রেখা

সে দিনই প্রথম বুঝলাম একুশে সরস্বতীতে

মিশে আমার প্রাত্যহিক এ লেখা।

মূর্তমান এ মায়ের অন্তরালে বিমূর্ত যে সত্য

সেতো আনে আমায় জ্ঞানের কাছাকাছি

একুশে যেমন খুঁজে পাই বর্ণমালাদের আমি

সরস্বতী জানান দিয়ে যান, আছি আমি আছি।

সেদিন সরস্বতীকে সরিয়ে রাখার ষড়যন্ত্রে লিপ্ত যারা

বাঙালির জন্য করেছিল জ্ঞানের পথ রুদ্ধ

অবশেষে তারাই হলো নিশ্চিত ভাবে পরাস্ত

কারণ মাতৃভাষা  উদ্ধারে সে ছিল আমাদেরই যুদ্ধ ।

মাঝে মাঝে আজও  অজ্ঞতা আমাদের করে অন্ধ

প্রজ্ঞা হারানোর পরিতাপে করি হা হুতাশ

তখনই খুঁজি জ্ঞানের আধার সেই মা কে

যিনি আজও যেমন তেমনি জাগ্রত থাকেন বারো মাস।

একুশ ও সরস্বতীর যুগল হাতে আমার এই পথ চলা

বর্ণমালার প্রক্ষেপণে সামান্য এ লেখা, মাঝে মাঝে কথা বলা।

   

১৮ই ফেব্রুয়ারি ২০২৪। ম্যারিল্যান্ড।

Copyright@Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *