দিন নয়,দিনান্তেও ভালোবাসা

অরণি কিংবা অরিন্দম

দিন তারিখের শেকলে বাঁধেনি কেউ

ভালোবাসার ভাষা তাদের। 

চৌদ্দ কিংবা চব্বিশ, ফেব্রুয়ারি বা অক্টোবর

বসন্তের বাসনা কিংবা হেমন্তের হিমেল হাওয়া

থামাতে পারেনি তাদের পরস্পরের চাওয়া ।

পঞ্জিকার পাতায়,দিনের প্রকোষ্ঠে প্রস্তুত যে প্রেম

সেতো অচল মুদ্রার মতোই সারা বছর পড়ে থাকে সিন্দুকে

অকষ্মাৎ ভালোবাসা দিবসে ঝেড়ে মুছে বের করে তাকে

সচল করার প্রচেষ্টায় সক্রিয় হন প্রেমিককুল। 

হাসে অরিন্দম এবং অরণিও

ভালোবাসা কি কেবল বিশেষ দিবসেই বরণীয় ।

আজ যখন দিবসের ভালোবাসা অতিক্রান্ত প্রায়

কালকের ফুলেরা সব ক্লান্ত ও বিমর্ষ

পোশাকী বসন্ত যখন হসন্তের মতোই থমকে যায়

তখনও অরিন্দম জেগে থাকে ভালোবাসার সোনালি খাটে

তখনও শুনি অরণির সেই অসামান্য আকুলতা

যেখানে একাকার হয় মিলনের আনন্দ কিংবা বিরহ-ব্যথা।

দ্বৈতকন্ঠে শুনি অদ্বৈত উচ্চারণ: প্রেম আমার প্রতিদিনের সঙ্গী

দিনের দেয়ালে নয় বাঁধা, অবিভাজিত অনুভবে ধনুকভঙ্গ এ ভঙ্গি।

১৪ই ফেব্রুয়ারি ২০২৪। ম্যারিল্যান্ড।

Copyright@Anis Ahmed


Art by:Edgar Chaparro

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *