শিশুর মতই এক আশ্চর্য সরলতায়
সেদিন নাকি তুমি বলেছিলে যীশু
বিনয়ে আনত হতে বার বার
হয় যদি প্রতিপক্ষ তাও আবার।
কিন্তু হে যীশু, তুমিই বলো আজ
মানবতা আর কতটা সইবে মার
নির্মম যখন প্রতি মূহুর্তেই এই বিশ্ব
তখন মানুষ তোমার নিতান্তই নিঃস্ব।
মৃতকে তুমি করেছো জীবিত
বিস্ময়কর এক মহিমায়
কিন্তু আজতো দেখি জীবিতরাই মৃত
বিপাকে পড়া মানুষেরা সব বিস্মৃত।
কথা ছিল আসবে আবার তুমি
তোমার মহিমায় পূণ্য হবে
শুষ্ক যত মরুভূমি।
আমি তাই প্রতীক্ষায় আছি তোমার আসার
কবে এ বিশ্ব আবার হবে নিশ্চিত ভালোবাসার।
জানি ঈশ্বরের আশীর্বাদ নিয়েই আসবে তুমি
পূত পবিত্র হবে তখন এ বিশ্ব-ভূমি ।
২২শে ডিসেম্বর,২০২৩।
Copyright@Anis Ahmed
PC: Mateus Campos Felipe