তোমরা সবাই অকষ্মাত্ কুঁকড়ে যাও
ডিসেম্বর এলেই জানি
কাঁথায় কম্বলে কিংবা কার্ডিগানে
ঢেকে রাখো নিজেকে।
পিঠে-পলুই খাবার আনন্দ থেকে
বঞ্চিত না করে যেন হাঁচি-কাশি ।
শীতার্ত সন্ধ্যায় তবু কাঁপো মাঝে মাঝে
তাপমাত্রা তাও কমতেই থাকে প্রতি সাঁঝে ।
অন্য এক ডিসেম্বরের কথা মনে পড়ে আজ
সেও ছিল এক শীতার্ত সময়
কেঁপেছে গোটা জাতি শীত গ্রীষ্ম নির্বিশেষে।
রক্তের হোলিখেলায় মেতে ছিল যারা
হিমেল বাতাস ছড়িয়ে ছিল সর্বত্র।
তবুও প্রতীক্ষা ছিল উচ্ছসিত এক উষ্ণতার
বহু দূর থেকে দেখছিলাম সূর্যের লুকোচুরি
জানতাম উড়বে নিশ্চয়ই মুক্তির ইচ্ছেঘুড়ি।
তাইতো এসেছিল সেদিন উষ্ণতা,উচ্ছাসের উত্তাপ
আমরা তুলেছিলাম জয়ধ্বণি, পরাস্ত যখন কালসাপ।
১২ই ডিসেম্বর,২০২৩।
Copyright@Anis Ahmed