কুয়াশা-ধোঁয়াশা; প্রত্যাশা

কুয়াশা বলবো, নাকি ধোঁয়াশা

এ নিয়েই বিতর্ক চলে মনে বার বার।

জলবায়ুবিদেরা রাজা উজির মারেন  প্রত্যহই

বিশেষ অজ্ঞদের ভাষণে ভেসে যায় সময়

ধোঁয়াশা-কুয়াশা কোনটাই কাটে না আজকাল

জানিনে কোনটাই বা মেলে রাখে ইদানিং এই জাল।

মনে জমে থাকা কুয়াশার মতো

প্রকৃতির এই আবছা রূপ দেখি নিত্যই

সূর্য ওঠার তবু যে আশ্বাস পাই পূবের আকাশে

তেমন কোন বিশ্বাস নেই জীবনের ধূসর গগনে।

বড় টিম টিম করে জ্বলছে জীবনের প্রদীপেরা আজ

ঈশ্বরের এক ফুত্কারে নিভে যাবে, সাঙ্গ হবে সব কাজ।

তবুওতো প্রত্যাশার প্রদীপ জ্বলে চতুর্দিক

তাতেই ঊষ্ণতা পাই আমার শীতল তালুতে

মনে হয় এই হিমেল আবহতো সাময়িক নিতান্তই

বসন্ত আসবে নিশ্চয়ই, শীত কেটে গেলে আবার

তেমনইতো আশার কথা বলেছিলেন একদা এক কবি

তাইতো বসে আছি, কবে কখন উঠবে সে রবি।

আজন্ম এক আশাবাদী এই মানুষ

আজও উড়িয়ে চলেছে কল্পলোকের ফানুস।

  

৪ঠা ডিসেম্বর,২০২৩।

Copyright@Anis Ahmed

PC: Katarzyna Dutkowska

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *