ছড়ায় ছিঁটানো ভালোবাসা

অরণি যেন ধরণীই বটে

অরিন্দমের কাছে

তাইতো তাদের স্বপ্নরা সব

নিত্যই জেগে আছে।

শীত-সকালের পিঠের মতোই

মিষ্টি প্রেমে মগ্ন তারা

রাত-বিরেতের আঁধার জুড়ে

জ্বলছে যেন সন্ধ্যাতারা।

বিমূর্ত  এ এক ভালোবাসা

তাইতো জেনো যায় না দেখা

বিশ্ব যখন মস্ত ব্যস্ত

আঁকছে তারা প্রেমের রেখা ।

বিন্দু বিন্দু হচ্ছে সিন্ধু

উঠছে জানি প্রবল ঢেউ

হৃদয় যুগল কাঁপছে জানি

জানছে না আর অন্য কেউ।

অরিন্দমের ভালোবাসায় থাকছে কেবল অরণি

সেই খানেতে বাস তাদের, সেইতো তাদের ধরণী।

২৭শে নভেম্বর ২০২৩। ম্যারিল্যান্ড।

Copyright@Anis Ahmed

PC.Mohamed Nohassi

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *