মেঘ-বিষ্টি-রোদ্দুর

মেঘের পরে বৃষ্টি হবে

সে কথাতো জানেন সবাই

জানো নিশ্চয়ই তুমিও

তবে বৃষ্টির পরে উঠবে রোদ্দুর

সে কথা কি জানতে কখনও

ফুলে-ফসলে ভরবে বিরান ভূমিও!

এতটা পথ একাকী হেঁটে

চলছো যে নিত্যই সানন্দে

অবজ্ঞা করেছো সকল ক্লান্তি

হয়েছো চ্যাম্পিয়ান দীর্ঘ পথযাত্রায়

জানেন সে কথা স্বয়ং ঈশ্বর

তাতেই তোমার এ প্রশান্তি।

আরও অনেকটা পথ

দিতে হবে পাড়ি

সে সত্য তুমিও তো জানো

তোমার অশ্রুমোছা চোখ

জয়ের প্রত্যাশায় উজ্জ্বল আজি

জানি আমিও, মানো চাই বা না মানো।  

২৬শে নভেম্বর ২০২৩। ম্যারিল্যান্ড।

Copyright@Anis Ahmed

PC: Nathan Cima

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *