স্নিগ্ধ চোখে তোমার এই নির্নিমেষ চেয়ে থাকা
চলিষ্ণু চাঞ্চল্যের মধ্যে চোখের বিস্ময়কর স্থৈর্য
প্রতারণা করে প্রেমিক পুরুষকেও বার বার
অকারণেই হৃদয়ের রক্তক্ষরণ ঘটায় বিরক্ত ভক্তদের।
জানেনা তারা কেউই চোখের ঐ পিছল পথ ধরে
নামতে হবে অনেক দূরে যেখানে রয়েছে তোমার তুমি ।
নিমগ্ন নয়নে ঐ যে চেয়ে দেখা নিত্যই তোমার
বাহ্য ঐ বিনিময়ী দৃষ্টি, আসলে তোমাকেই দেখে বার বার।
কষ্ট ও প্রেমের এ সমীকরণ তোমার চোখেই চলে অঙ্ককষা
ভালোবাসা ও যন্ত্রনার রাবীন্দ্রিক রূপ দেখি তোমাতেই
কবিতার সহস্র শব্দপুঞ্জ ভর করে ঐ দৃষ্টির নৈঃশব্দে
মনে হয় এই বুঝি প্রেমের প্লাবন নামবে দু চোখ জুড়ে।
নামে না সে প্লাবন , প্রেমের গুল্ম ফোটে না মরিচিকার গলিতে
পুরস্কার বিহীন আবিস্কারের প্রতিযোগিতা চলে অলিতে অলিতে।
২১শে নভেম্বর ২০২৩। ম্যারিল্যান্ড।
Copyright@Anis Ahmed