শুনেছি পরিপূর্ণ চাঁদের আলোয়
তুমি নাকি একান্ত একাকী
স্নাত হও জোৎস্নার জলে !
কখনও তোমার দীর্ঘ ছায়ায়
লুকিয়ে থাকে সযত্নে লালিত
মনের বাগান এবং যাবতীয় ফুল।
কখনও বা তুমি আনত নয়নে
দেখো চাঁদের প্রতিবিম্ব, জমে
থাকা জলের কয়েক বিন্দুতেই
কিংবা অনন্ত আকাশের দিগন্তে।
বিস্মিত হই বিধির এই বাঁধনে
প্রায়শই যখন এ ও শুনি —
অস্ত যাওয়া শশী বাবুর অনুপস্থিতিতে
আলো প্লাবিত পরিচিত প্রাঙ্গন
বাগান ও বৃক্ষ সকলেই মুখাপেক্ষী তোমার।
জাদুকরের কাঠি বদলে তোমাতে
চাঁদেতে হয় স্থান বদল।
স্বপ্নের স্বয়ম্ভু সীমানা মুছে যায়
এবং হেঁটে যায় সত্যিকারের চাঁদ
কংক্রিটের কঠিন পথ ধরে এবং
চোখের দীর্ঘ পলক আনত তখনও।
২০শে নভেম্বর ২০২৩। মেরিল্যান্ড।
Copyright: anisahmed