ঈশ্বরকে নিয়ে যাঁরা সারাক্ষণ
ভয়ের জাদু দেখান
হুমকির হুকুমে যাঁরা
ফতোয়ার ফন্দি আঁটেন
কিংবা তাঁর দোহাই দিয়েই
মানুষকে করেন পণবন্দী
তাঁরা চেনেননি বিধাতাকে
এবং অতএব , মানুষকেও ।
প্রেম ও প্রকৃতিতে তিনি
একান্তই একাত্ম , অথচ
বিভাজনেই বিস্মৃত হন
ভিন্ন ভিন্ন মনে।
খড়ম পায়ে লালনের আখড়ায়
যার অবাধ যাতায়ত
কিংবা গীতাঞ্জলির পাতায় পাতায়
যার অবধারিত অবস্থান
তিনি যে ভয়ের নন, ভক্তির
কেবল সে কথা ভাববে
এমন হৃদয় কোথায় পাই।
এখনতো মন নয় , মস্তিষ্ক
দিয়ে লোকে খোঁজে ঈশ্বরকে
কেতাবে –পুরানে, শব্দের
ভাঁজে ভাঁজে, যুক্তির অযৌক্তিক
তর্কে অথচ নৈঃশব্দের
অন্তরালে ঐ যে ওখানে
নিভৃত অবস্থান তাঁর,তাই
জীবনের জ্যামিতিতে
তাঁকে অনুভব করা চাই
পদ্মার উত্তাল ঢেউয়ে ঢেউয়ে
শিরিষের ডালে শীষ দেওয়া
নীল কন্ঠি পাখির গানেও ।
Copyright: anisahmed
Photo by : Jigar Panchal