কেন এমনটি হয় জানিনা
স্বপ্নের দৈর্ঘ্য নিয়ে বড্ড বেশি বৈষম্য ।
দুঃস্বপ্নের তূলনায় স্বপ্নরা হয় কয়েকগুণ খাটো
যতই আমি বাড়াতে চাই স্বপ্ন, কে যেন বলে ছাঁটো এবার ছাঁটো।
আমি চাই স্বপ্নরা হোক দীর্ঘ থেকে দীর্ঘতর
দুঃস্বপ্নরা নিমেষেই নিঃশেষ
তবু কেন স্বপ্নের চাঁদেই লাগে গ্রহন বার বার
আশার আলোরা সব যায় নিভে নিতান্তই নির্বিকার।
প্রাচীরের পলেস্তরাগুলো ক্রমশই পড়ছে খোসে
আড়াল থেকে দিচ্ছে উঁকি দূর্বল দেয়ালের অবিন্যস্ত অবয়ব
স্বপ্নরা ভাঙছে নিত্যই দুঃস্বপ্নের প্রচন্ড আঘাতে আঘাতে
পিছিয়েই পড়ি বার বার যতই ভাবি যাচ্ছি আগাতে আগাতে।
তবু এও তো স্বপ্নই এক প্রকার কিংবা বলতে পারো স্বপ্ন বিলাস
আমি বলি স্বপ্ন সন্ধানের এ এক নিত্যদিনের ব্যর্থ প্রয়াস।
১৩ই নভেম্বর ২০২৩। মেরিল্যান্ড
Copyright: anisahmed