পশলা বৃষ্টির মতোই শব্দরা নেমে আসে সুদূর কোন নীলিমা থেকে
তার পর তোমারই দেওয়া দক্ষিনায় ভিজিয়ে যাই তোমারই উঠোনটুকু
অক্ষরে অক্ষরে পসরা সাজাই তোমার প্রাত্যহিক পথেরই ধারে
শান দিয়ে রাখি শব্দগুলোকে এতটাই যে তোমার চিত্তে জাগাক চমক।
কখনও কখনও বাধ্য হয়েই তুলে নাও তুমি পছন্দসই প্রেমিক কিছু শব্দ
কখনও বা ফর্মালিন দেওয়া ফলের মতোই অগ্রাহ্য হয় অক্ষরমালা আমার
ফেরিওয়ালা মন ফিরে ফিরে ডাকে সেই এক ও অভিন্ন খদ্দেরকে বার বার
সাড়া পায় কখনও সখোনো , বাকিটা সময়ে কেটে যায় শুধু ডাকাডাকিতে।
শুনেও না শোনার ভান করো মাঝে মাঝে , জানালার কপাট করো বন্ধ
জেদি শিশুর মতো আমিও ক্রমাগতই কড়া নেড়ে চলি অনুক্ষণ
জানো নিশ্চয়ই আশ্চর্য এক আবর্তে ঘোরো তুমি , ঘুরি আমিও
যে শব্দপুঞ্জ দেবো উপহার তোমাকে আজ , সেতো কাল তোমারই অনুভবে পা্ওয়া।
কাঁচা ফুল দিয়ে যা্ও তুমি , আমি শুধু নিপুণ হাতে গাঁথি বিনিসূতোর মালা
সমর্পনে পাই আনন্দ অনাবিল , বিদ্রোহে থাকে বিনিদ্র জ্বালা ।
১৯শে জুন ,২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed