কাঁখের কলসে যে কষ্ট বইছো দিবানিশি
সে খবর জানে ক’জনই বা
কেবল ছলকে পড়ে যায় কষ্টরা মাঝে মাঝে
তারই কয়েক বিন্দু কবিতা হয়ে যায় এই যা।
চিরল চোখের মণিতে খুঁজি কষ্টদের বারংবার
চিকিত্সক এতটাই নিপুণ তুমি যে ব্যাধিরা লুকোয় দৃষ্টি হতে
ভবিষ্যত্ তোমার ছেড়েছো কি তবে অদৃষ্টের হাতে
খুঁজে পাইনে আদৌ কষ্টদের আমি যে মলম দেবো লুকোনো ক্ষতে
হেমন্তের বিকেলেও যখন দেখি তোমার সবুজাভ সত্ত্বা
প্রকৃতির প্রতি তোমার এই চ্যালেঞ্জ চৌকষ
তখন বুঝি কষ্টের কলসখানি বইবে নীরবেই তুমি
কষ্টরা অকস্মাত্ আনবে জানি আনন্দ রস।
রসায়নের সুত্র ধরে রূপান্তরিত হবে তবে কষ্টরা সব
দশদিগন্ত ধরে ধ্বণিত হবে অনাবিল এক আনন্দরব।
৯ই নভেম্বর ২০২৩। মেরিল্যান্ড
Copyright: anisahmed
Photo by :Damian Patkowski