হিমেল হেমন্ত

জানি ঝরবে পাতা হেমন্তের সকাল  

বিকেল কিংবা সন্ধ্যায়

হলদে পাতা মাড়ানোর রোমান্টিক

অনুভূতিতে হেঁটে যাও তুমি

যাই আমিও।

পাতা-পতনের এই মৌসুমি মূহুর্তরা সব

নান্দনিক আনন্দে বিভোর ।
কিন্তু কেন? জানো কি?

নিষ্পত্র ওই সব বৃক্ষ

যদি থেকে যেতো চিরটা কাল

এমনি পত্রবিহীন

যদি এমনটা জানতাম

পাতা গজাবে না আগামি বসন্তেও

এবং অনাদিকালে কখনও…..

তবে কি বলো এমন আনন্দে

নজরুলও শুকনো পাতায় পেতেন নূপুরের শব্দ।

এমনটা হতো যদি কখনও

দু চোখ বেয়ে পড়তো তখন

অশ্রু-বৃষ্টির অজস্র ধারা

শুকনো পাতারাও সব ভিজে যেত

নোনা জলের অপ্রত্যাশিত আয়োজনে।

হেমন্তের এই হাঁটা তখন হতো হয়তো

নিঃশব্দ কোন শোক মিছিল

অথবা প্রার্থনা কেবল সবুজ পাতাদের জন্য।

ঝরছে মানুষ অঝোর ধারে

হিংসার হিমেল বাতাসে

ক্ষেপণাস্ত্রের আনাকাঙ্খিত আলোয়

অপ্রত্যাশিত আকাশে ।

শুকনো পাতার মতোই

নিপুণ নিন্দনীয় নান্দনিকতায়

মাড়িয়ে যাচ্ছে মানুষ

মনের এক বিকৃত বিলাসে।  

  ৬ই নভেম্বর ২০২৩, ম্যারিল্যান্ড।

Copyright: anisahmed

Photo by : Greg Shield

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *