প্রসঙ্গ : প্রবোধ


আকাশ ছুঁতে বড় ভয় আমার

অথচ সময়ের সোপান বেয়ে

প্রত্যহ যে ঊর্ধ্বে আরোহণ

সেতো নিম্নগামিতাই বস্তুত।

মাটির সঙ্গে একাকার হওয়া

অথবা গঙ্গা জলের চিতাভষ্মে ভাসা,

আর আকাশের তারা হয়ে থাকা

অভিন্ন সত্য –বলেন যে বিজ্ঞজনেরা

তাঁদের সঙ্গে ভিন্ন মত আমার।



সান্ত্বনায় শান্ত করতে চান অহরহ

আকাশ ও পাতালের সীমাহীন দূরত্ব

দূর হয় না দর্শনের দূরদৃষ্টিতে,

পদার্থ বিজ্ঞানের অঙ্ক কষেও ।

অপদার্থ এ জীবনের পাইনে যখন

কোন হদিশ , অকষ্মাৎ অলৌকিক

বার্তায় কে যেন বলে চুপি চুপি

বিজ্ঞানের প্রাজ্ঞ-বচন—-

পৃথিবীটা যে গোল হে বৎস।



copyright@Anis Ahmed

Photo by : Clyde RS

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *