… তবু গেলে ঝরে

( কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে )

হ্যাঁ তখনই বুঝেছিলাম এবার শীতার্ত হবো আমরা

কারণ তোমার ওই হৈমন্তি বেশে ছিল ঝরে পড়ার শংকা।  

হাসপাতালের শয্যায় কিংবা বাড়ির খাটে

তোমার পান খাওয়া ঠোঁট হলো যখন তামাটে।

বটবৃক্ষ তুমি হয়ে গেলে ধূসর ধীরে ধীরে  

তোমার জন্ডিস রঙের পাতারা ঝরে পড়তে কী  ব্যাকুল

আমরা শুধু প্রার্থনা করেছিলাম থেকো আরও কিছুক্ষণ

ঝরবেই তো জানি একদিন, তবু ঝরো না ঠিক এখন ।

দেখে যাও না হয়, চেয়েছিলে যেমন দেখতে স্বদেশ

চেয়েছিলে মিথ্যের বেসাতি হোক বন্ধ এবার

তোমার কাব্যিক কল্পনাগুলো ফুটুক এবার ফুলে ফুলে

উঠুক জেগে সত্যরা সব, থাকবো না আর ভুলে ভুলে।

তবু এক প্রচন্ড বাতাসে,ঝরে পড়লে হেমন্তের পাতা বয়ে

জানি আবার উঠবে জেগে স্বর্গের আঙ্গিনায় চিরবসন্ত হয়ে।

৮ই অক্টোবর ২০২৩, ম্যারিল্যান্ড।

Copyright: anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *