চিরসবুজ কোন বৃক্ষের মতো আসিনিতো এ ধরণীতে
যে শীতের সীমান্তে বসেও গাইবো বসন্তের জয়গান
অভিজ্ঞতার বোঝায় ক্রমশই নূয়ে পড়েছে বৃদ্ধ এ বৃক্ষ
এখনতো জানি ভুলে থাকার কথা সব মান-অভিমান।
ঝুড়িতে থাকা অভিজ্ঞতারা সব একেকটি কম্পাস যেন
দিক-নির্দেশনা দেয় বলেই হেঁটে চলেছি আজও
নইলে স্থবির হতাম বিশ্বকে শুধু বোকার স্বর্গ ভেবে
বিঘ্ন হতো নিত্য চলাচল, অপূর্ণ সকল কাজও ।
ঝাঁকি দিই ঝুড়িতে যখন উপচে ওঠে উচ্ছাস আনন্দের
ফেলে আসা জীবনের নান্দনিক সব সত্য দেখি
আবার দেখি উল্টো ভাবে বেদনাদের মেঘাচ্ছন্ন সত্ত্বা
বিস্ময়ে বিমূঢ় এ মন বলে, হায় হায় একী!
কখনও আবার দেখি দূর থেকেই সর্ষের মতো ঈর্ষারা সব
আবদ্ধ করতে চায় আমায় অসহ্য এক ঝগড়ার ঝালে
আমার যত অর্জনগুলো তাদের দমকা বাতাসে উড়িয়ে নেয় আচমকা
সাবধানে হাঁটি তাই, পাছে পড়ে না যাই জটিলতার জালে।
অভিজ্ঞতার বৈচিত্রেও আছে , নান্দনিক এক আনন্দ
নইলে সুখ দুঃখের কথাগুলো পেতো খুঁজে কী এ ছন্দ।
২রা অক্টোবর ২০২৩, ম্যারিল্যান্ড।
Copyright: anisahmed