সমুদ্রের ঢেউয়ের মতই
অকস্মাত্ ভিজিয়ে গেলে শুকনো হৃদয়খানি
বালুকাবেলায় জল ছিল যত
তারও অধিক বালি রাশি রাশি ।
উচ্ছসিত অনুভবে স্পর্শ করলে আমায়
যত দ্রুত আছড়ে পড়লে হৃদয়ে সেদিন
তত দ্রুতই চলে গেলে বহুদূর,
সাঁতারতো জানিনে তাই এগুলাম না তেমন।
জানিনে আবার কবে যাবো
ওই হৃদ-সাগরের কাছাকাছি
আবার কবে ভিজিয়ে দেবে ক্ষণিকের স্পর্শে
কেবল ওই ভেজা বালি অবধি আমার যাত্রা।
অতঃপর হে সাগর কন্যা
তোমাকে পাবার ক্ষণিক আনন্দে
দীর্ঘ বেদনার আপ্লুত অবস্থান
এ যেন বুড়ি -ছোঁ খেলা দু’জনার।
তবু বার বার যাবো আমি সাগর হৃদয়ের কাছাকাছি
জানান দেবো নীরব উচ্চারণে, তুমি আছো, আমি আছি।
১৮ই জুন ,২০২৩, ম্যারিল্যান্ড ।
copyright@anisahmed