নিজেকে মাপার মাপকাঠি খুঁজে পাইনি আমি আজ

তাই গরুর দামেই মেপে ফেলি, তাতেই বা কী লাজ।

নিজের মূল্য বুঝতে পারিনা এমন করে কোন দিন

গরুর মূল্যেই মাপি নিজেকে বাড়লে বাড়ুক ঋণ।

লাখের কোঠা অতিক্রম করছে গরুর দাম সর্বত্র

তাইতো খুঁজি গরুকেই সকাল-বিকাল যত্রতত্র।

 গরুর সাথে সেলফি তুলি, বাড়বে তাতে মূল্য আমার

রেগে গিয়ে গরু গুতোয় তারতো  বড়ো অহংকার।


লোকে যখন জানতে চায় গরু, নাকি ছাগল আমি

বুক ফুলিয়ে বলে ফেলি গরুই আমি, বড্ড দামি

হাম্বা রবে গরু বলে গরু না তুই ছাগল বটে

পাংচার হয় প্রেস্টিজ আমার, এই কথাটা যখন রটে।

২৯শে জুন,২০২৩, ম্যারিল্যান্ড ।
copyright@anisahmed